Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় বোমা হামলা!

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুন ১৬, ২০২৪, ০৯:৫৮ পিএম


মাদারীপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় বোমা হামলা!

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হাচেন হাওলাদার (৫৮) নামের এক কৃষকের বাড়িতে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ।

এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছে। আজ রোববার (১৬ জুন) বিকালে বোমা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের কাজী বংশের সঙ্গে শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের হাওলাদার বংশের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে কালাই সরদারের চর গ্রামের আপাং কাজীর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকালে মৃধাকান্দি গ্রামের কৃষক হাচেন হাওলাদারের বসতবাড়িতে পরিকল্পিতভাবে বোমা হামলা চালিয়েছে। এতে ওই বাড়ির নারীসহ তিনজন আহত হয়েছে।

আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

ভুক্তভোগী কৃষক হাচেন হাওলাদার বলেন, ‌আপাং কাজীর নেতৃত্বে তাদের দলবল নিয়ে আমাদের বসতবাড়িতে বিনা অপরাধে অতর্কিতভাবে বোমা হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’

কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছি। এখন পরিবেশ শান্ত আছে।’

বিআরইউ

Link copied!