Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অফিসার ও ফোর্সদের সঙ্গে পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা ও প্রীতিভোজ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুন ১৭, ২০২৪, ০৫:৪০ পিএম


অফিসার ও ফোর্সদের সঙ্গে পুলিশ সুপারের ঈদ শুভেচ্ছা ও প্রীতিভোজ

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

সোমবার খাগড়াছড়ি পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ঈদের জামাত শেষে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে খাগড়াছড়ি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে খাগড়াছড়ি পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশের সকল পদমর্যাদার সহকর্মীদের নিয়ে একসঙ্গে বসে দুপুরের খাবার পরিবেশন করেন।

ঈদ শুভেচ্ছা বিনিময় ও বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলমসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা।

খাগড়াছড়িবাসীর ঈদ আনন্দকে নিরাপদ করতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশের সদস্যরা দিনভর পেশাদারিত্বের সাথে জেলাব্যাপী দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে বিবেচনা করে বিশেষ দিন ছাড়াও প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে খাগড়াছড়িবাসীকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

ইএইচ

Link copied!