Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জুন ১৯, ২০২৪, ০৫:৪৬ পিএম


জামালপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

জামালপুরে জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ও মহাদান ইউনিয়নে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীসহ আরও দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্র জানায়, দিনাজপুর জেলার রাজধানী মোড় এলাকার রিপন মিয়ার পুত্র সরল মিয়া (৩৬) ও জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষা ভাদুরিয়া গ্রামের কাশেম মিয়ার কন্যা সাথি কাঞ্চনের (৩৫) সঙ্গে বিবাহ হয়। পরে তাদের মধ্যে বনিবনা না হলে দুই বছর আগে তালাক হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, কাঞ্চন সাথি হত্যার দায়ে তার সাবেক স্বামী সরল মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইএইচ

Link copied!