Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ১৯, ২০২৪, ০৬:৩৭ পিএম


বরিশালে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

বরিশালে অজ্ঞাত পরিচয়ে এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, লাল রঙের মেক্সি পরিহিত ওই নারীর বয়স পঞ্চাশের বেশি হবে।

বুধবার দুপুর দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার বিআরটিসির বাস ডিপোর পিছনের পুকুর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাসের ধাক্কায় ইসমাইল বেপারী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল বেপারী উপজেলা সদরের মুণ্ডপাশা এলাকার বাসিন্দা।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চি করেছেন। নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মগে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!