Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিএনজিকে ট্যাংকলরির ধাক্কা, শিশু নিহত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

জুন ১৯, ২০২৪, ০৬:৫৭ পিএম


সিএনজিকে ট্যাংকলরির ধাক্কা, শিশু নিহত

ঝালকাঠির নলছিটিতে একটি যাত্রীবাহী সিএনজিকে ট্যাংকলরির ধাক্কায় শাহরিয়ার নামে (৪) এক শিশু নিহত হয়েছে।

বুধবার দুপুরে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা একই পরিবারের আরও চার সদস্য ও চালক আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

নিহত শিশু শাহরিয়ার বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া এলাকার মজিবর রহমানের ছেলে। আহতরা হলেন- শিশুর বাবা মজিবুর রহমান, মা, বোন,দাদি এবং সিএনজি চালক মো. ইউসুফ।

নলছিটি থানার এসআই শহিদুল আলম বলেন, আহতরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্যাংকলরি ও দুমড়ে-মুচড়ে গেছে। সিএনজি পুলিশ হেফাজতে আছে।

ইএইচ

Link copied!