Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আড়াইহাজারে সাংবাদিকের উপর হামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ১৯, ২০২৪, ০৮:০৯ পিএম


আড়াইহাজারে সাংবাদিকের উপর হামলা

আড়াইহাজারে মোটরসাইকেল ভাঙচুরের ছবি তোলার সময় রফিকুল ইসলাম রানা (৫৪) নামের এক সাংবাদিকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল ১১টায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানা দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের উপদেষ্টা।

আহত সাংবাদিক রফিকুল ইসলাম রানাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আসামিদের শনাক্ত করার কাজ চলছে।

এ ঘটনায় আড়াইহাজার থানা প্রেসক্লাবে তাৎক্ষণিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

ইএইচ

Link copied!