Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৮ বছর আত্মগোপন: পুলিশের হাতে ধরা পড়লেন যুদ্ধাপরাধী রুহুল

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

জুন ১৯, ২০২৪, ১১:৫৬ পিএম


৮ বছর আত্মগোপন: পুলিশের হাতে ধরা পড়লেন যুদ্ধাপরাধী রুহুল

দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর নড়াইলের যুদ্ধাপরাধী মো. রুহুল কুদ্দুস খানকে (৭৩) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বুধবার যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে মো. রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার দিকে যশোর সদরে অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খানকে গ্রেপ্তার করে।

ইএইচ

Link copied!