Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে বাল্য বিয়ের দায়ে বরকে ৬ মাসের কারাদণ্ড

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ২০, ২০২৪, ০৭:১১ পিএম


মহেশপুরে বাল্য বিয়ের দায়ে বরকে ৬ মাসের কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(২০জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বর হলেন উপজেলার ফতেপুর ইউপির একতারপুর গ্রামের হবি বিশ্বাসের ছেলে আবির(১৯) হোসেন।

স্থানীয়রা জানান, একতারপুর গ্রামের হবি বিশ্বাসের ছেলের সাথে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে ইতি(১৫) খাতুনের প্রেমের সম্পর্ক থাকায় গত ১০ দিন আগে পরিবারের লোকজন স্থানীয় ইমাম আলতাফ হোসেনকে দিয়ে বিয়ে পরিয়ে দেন। 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বিষয়টি জানতে পেয়ে তাদেরকে মোবাইল কোটের আওতায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবিরকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এবিষয়ে সহকারী কমিশনার শরীফ শাওনের সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা নিশ্চিত করেন।

আরএস

Link copied!