Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মহেশপুরে ১১শ’ কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ২০, ২০২৪, ০৮:৪৯ পিএম


মহেশপুরে ১১শ’ কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ হাজার ১শ’ কৃষকের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিক বিশ্বাস প্রমুখ।

পরে কৃষকের মাঝে সরকারের দেওয়া বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

আরএস

Link copied!