Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কাপ্তাই থানা পুলিশের অভিযানে নোয়াখালী এবং ফেনী থেকে দুই আসামি গ্রেপ্তার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

জুন ২১, ২০২৪, ০২:২২ পিএম


কাপ্তাই থানা পুলিশের অভিযানে নোয়াখালী এবং ফেনী থেকে দুই আসামি গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাফরাশির হাট এলাকা হতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হানিফকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। 

সে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর বারঘোনিয়া সাদেকেরঘোনা এলাকার শেখ আহাং এর পুত্র বলে জানান কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম।

অপরদিকে একইদিন রাত ১০টা ৫৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের ওই টিম অভিযান পরিচালনা করে ফেনী জেলার সোনাগাজী উপজেলার তুলাতলী এলাকা থেকে কাপ্তাই থানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করে। সে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর কাপ্তাই প্রজেক্ট এলাকার -মৃত আবুল বাশার এর পুত্র বলে জানান ওসি।

আটককৃত আসামিদের শুক্রবার সকালে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!