Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোয়ালখালীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ২১, ২০২৪, ০৩:০০ পিএম


বোয়ালখালীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মো. ইরফান উদ্দিন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইরফান উপজেলার মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী তুফান আলী শাহের বাড়ির মরহুম আবদুর রহমানের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ইরফান।

স্থানীয় এলাকাবাসী মো. সাজু খান বলেন, মাগরিবের পর ছোট একটি বাচ্চাসহ বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায় সে। পুকুরে ডুব দিয়ে সে আর ওঠেনি। ছোট বাচ্চাটাকে পুকুর ঘাটে একজন মহিলা দেখার পর জিজ্ঞেস করে একা এখানে কি করছো। বাচ্চাটি বলল ইরফান ডুব দিয়ে আর উঠতেছে না। তখন ওই মহিলার ডাকে এলাকার অনেক ছেলে পুকুরে খোঁজাখুঁজির ১ ঘণ্টা পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!