Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

বরিশালে ১২টি অবৈধ জালসহ ট্রলার জব্দ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২১, ২০২৪, ০৩:২৭ পিএম


বরিশালে ১২টি অবৈধ জালসহ ট্রলার জব্দ

বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে শুক্রবার সকালে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১টি বেহুন্দী জাল, ১০টি চায়না দুয়ারি জাল ও ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার বিকালে মুলাদী উপজেলার নুন্দীর বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা থানা পুলিশের যৌথ অভিযানে ১টি বিশাল মশারি জালসহ ট্রলার জব্দ করা হয়েছে। পরে মশারি জালটি পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ট্রলার পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, জেলে আলাউদ্দিন সরদারের পুত্র রাহাত সরদার অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন। মুলাদী ও হিজলা থানা পুলিশ এর যৌথ অভিযান করেন।

ইএইচ

Link copied!