Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ-কষ্টের খবর নিয়েছেন’

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

জুন ২১, ২০২৪, ০৪:৪৬ পিএম


‘প্রধানমন্ত্রী আপনাদের দুঃখ-কষ্টের খবর নিয়েছেন’

সিলেটের ওসমানীনগরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর দান, বন্যার সাথে আমরা যুদ্ধ করে চলছি। আমরা ধৈর্যসহকারে মোকাবিলা করব। বন্যায় কারণে মানুষ দুঃখে কষ্টে আছে, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের খবর নিয়েছেন। বন্যায় কেউ অভাব করবে না, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনারা শান্তিতে থাকবেন।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের জামতলা বাজার, বুরুঙ্গা ইউনিয়ন অফিস, শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদরাসা, বুরুঙ্গা ইকবাল আহমদ হাইস্কুল এন্ড কলেজে কয়েকশতাধিক বন্যার্ত মানুষের মধ্যে নগদ টাকা ও শুকনা খাবার বিতরণকালে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ইউপি সদস্য শেখ আআসাদুজ্জামান জুবায়ের, মেনন দেব, আব্দুল মোমিন, সাদিকুর রহমান খান, দিপংকর দেব শিবু প্রমুখ।

ইএইচ

Link copied!