Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুন ২১, ২০২৪, ০৫:১৫ পিএম


রাঙামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে, জরুরি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙামাটি ফায়ার সার্ভিস পরিচালক দিদারুল আলম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, রাঙামাটি জেলা ত্রাণ কর্মকর্তা কানিজ ফাতেমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাঙামাটিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা তৈরি করে ১ সপ্তাহের মধ্যে উপস্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও জেলা ত্রাণ কর্মকর্তা কে সদস্য সচিব করে জেলায় ১১ সদস্য দুর্যোগ কমিটি গঠন করা হয়।

রাঙামাটি জেলায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!