Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে আ. লীগের প্রয়াত তিন নেতার স্মরণসভা অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জুন ২১, ২০২৪, ০৮:০৩ পিএম


মহেশপুরে আ. লীগের প্রয়াত তিন নেতার স্মরণসভা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন আহাম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. আতাউর রহমানের মৃত্যুতে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ শাহাজান আলী, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাউদ্দীন আহাম্মেদ, কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়া নবী মিয়া, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানউল্লাহ হক, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন আর রশিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রাজিবুল হক খান রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্বাস উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুজ্জামান বিপাশ, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্রাট প্রমুখ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইএইচ

Link copied!