Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে ১০ লাখ টাকার চেক বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২২, ২০২৪, ০২:৪৯ পিএম


নান্দাইলে ১০ লাখ টাকার চেক বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল অব. আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপির স্বেচ্ছাধীন তহবিলের ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার নান্দাইল উপজেলা আওয়ামী লীগের অফিসে পরিকল্পনা মন্ত্রী উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও দুস্থ ব্যক্তির অনুকূলে ৫৮ জনের মাঝে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার নগদ চেক অর্থ অনুদান বিতরণ করেন।

মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ অনুদান পাওয়া প্রতিষ্ঠান ও দুস্থ ব্যক্তিরা পরিকল্পনা মন্ত্রীকে সাধুবাদ জানান।

এ সময় মন্ত্রীর পিএস উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, মন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা ব্যক্তিগত রাজনৈতিক সহকারী ওয়াহিদা হোসেন রূপা ও মন্ত্রীর এপিএস আবু নছর ভূইয়া মাসুকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!