Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুন ২২, ২০২৪, ০৩:৩৯ পিএম


কুড়িগ্রামে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ উদ্বোধন

কুড়িগ্রামে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম দক্ষিণ পাড়া মন্দির চত্বরে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এস এম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমুখ।

এ প্রশিক্ষণে জেলার ২০টি মন্দিরের ২৫ জন সেবাইত অংশ নিচ্ছেন।

ইএইচ

Link copied!