Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঘোড়াঘাটে চিকিৎসার জন্য এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরীর

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

জুন ২২, ২০২৪, ০৩:৪৮ পিএম


ঘোড়াঘাটে চিকিৎসার জন্য এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরীর

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা বাড়িতে চিকিৎসার জন্য এসে পুকুরের পানিতে ডুবে শিফা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের রামপুর-টুবঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে খিঁচুনিসহ দীর্ঘদিন থেকে শারীরিক ও মানসিক নানা রোগে আক্রান্ত ছিলেন বলে জানায় তার পরিবার।

নিহত কিশোরী শিফা খাতুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। গত প্রায় ১ মাস আগে মায়ের সাথে নানার বাড়িতে স্থানীয় কবিরাজের কাছে শারীরিক রোগের চিকিৎসা করার জন্য এসেছিল।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নিহত শিফার বাবা তার মেয়ের মৃত্যুর খবর থানায় দেয়। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবার বাড়ি পলাশবাড়ী উপজেলায় তার দাফনের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!