Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রংপুরে ইটভাটা বন্ধের প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

জুন ২২, ২০২৪, ০৪:৩৬ পিএম


রংপুরে ইটভাটা বন্ধের প্রতিবাদে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ

সরকারি আদেশে রংপুর বিভাগের সকল ইটভাটা বন্ধ ঘোষণা, প্রস্তাবিত জাতীয় বাজেটে অতিরিক্ত ভ্যাট নির্ধারণ, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধনী ধারা বাতিলের দাবিতে সমাবেশ করেছে সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি লালমনিরহাট।

শনিবার বেলা ১১টায় দিকে জেলার কালীগঞ্জ উপজেলার জছির উদ্দিন বিদ্যা নিকেতনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি এনামুল হক, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাবেক সহ-সভাপতি আবু নাসের সাহ মো. মাহাবুবুর রহমান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির আবু তালেব মিলু।

এ সময় রংপুর বিভাগের সকল ভাটা মালিক উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারি আদেশে বন্ধ হওয়া রংপুর বিভাগের সকল ইটভাটা চালু করতে, প্রস্তাবিত জাতীয় বাজেটে অতিরিক্ত ভ্যাট নির্ধারণ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধনী ধারা বাতিলের দাবি জানান।

রংপুর বিভাগীয় কমিশনারের প্রতিবেদন অনুযায়ী এই বিভাগে অবৈধ ইটভাটার সংখ্যা ৮১২টি। এরমধ্যে রংপুর বিভাগের তিন জেলায় থাকা ৫০২টি অবৈধ ইটভাটার মধ্যে ৩৩৫টি বন্ধ করা হয়েছে। লালমনিরহাট জেলায় ৫৫টি ইটভাটার মধ্যে ১০টি বন্ধ করা হয়েছে।

ইএইচ

Link copied!