Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২২, ২০২৪, ০৫:১২ পিএম


ফেনীতে কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

ফেনীতে বাড়ির পাশের ডোবা থেকে নিজাম উদ্দিন (৪২) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিজাম উদ্দিন ওই ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ফেনী শহরের রাজাঝির দিঘীর পাড়ে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে নিজাম উদ্দিন ব্যাবসায়িক কাজ শেষে বাড়ির পথে রওয়ানা দেন। কিন্তু রাত ১০টা পর্যন্ত তিনি বাড়িতে না পৌঁছায় পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিয়ে বন্ধ পায়। এক পর্যায়ে তার স্ত্রী বিষয়টি স্বজন প্রতিবেশীকে জানিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এরপর রাত ১১টার দিকে বাড়ির পাশে একটি ডোবার পাড়ে পরগাছার ভেতর নিজাম উদ্দিনের রক্তাক্ত মরদেহ দেখেন তার বড় ভাই নুর নবী।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ব্যবসায়ী নিজাম উদ্দিনের সঙ্গে তার ভাই নুর আলমের বিরোধ চলে আসছে। পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে নুর আলম এ দুর্ঘটনা ঘটাতে পারে বলে  ধারণা করছেন স্থানীয়রা।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!