Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গাংনীতে শিশুকে সাপের ছোবল, হাসপাতালে ভর্তি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

জুন ২২, ২০২৪, ০৫:৪৬ পিএম


গাংনীতে শিশুকে সাপের ছোবল, হাসপাতালে ভর্তি

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ধানখোলা ইউনিয়নে ধানখোলা গ্রামের গোরস্তান পাড়ার তুহিন আলীর ছেলে মুজাহিদকে (১০) সাপে কামড় দিয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১ টার দিকে। শিশু মুজাহিদ বলেন, বেলা ১টার দিকে গ্রামের বাগান পাড়ার একটি পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামার পরে গোসল শেষ করে উপরে উঠে আসতে পুকুর পাড়ে একটি হলুদ রঙের সাপ তার বাম হাতের কব্জিতে কামড় দিলে সাথে সাথে হাত ঝাড়া মেরে সাপ টিকে ফেলে দিই।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান মাসুদ বলেন, বর্তমানে শিশুটিকে সকল ধরনের চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ২৪ ঘণ্টা তাকে অবজারভেশন রাখা হয়েছে।

তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নাই সেই রকম বিষধর সাপ তাকে আক্রমণ করে নাই।

ইএইচ

Link copied!