Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বরিশালে ১৮ লাখ টাকার জাল জব্দ, জরিমানা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২২, ২০২৪, ০৭:৪৮ পিএম


বরিশালে ১৮ লাখ টাকার জাল জব্দ, জরিমানা

বরিশালের মুলাদী উপজেলার প্যাদারহাটে ২টি গোডাউনে যৌথ অভিযান চালিয়ে ৩২০ পিস নতুন চায়না দুয়ারি ও ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে দুইজনকে আটক করা হয়।

শনিবার বিকালে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

মুলাদী উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি আটককৃত দুইজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম। অভিযানে অন্যান্যদের উপস্থিত ছিলেন মুলাদী থানার এএসআই মিঠুন মন্ডল।

ইএইচ

Link copied!