Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে গলায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ২২, ২০২৪, ০৮:০৮ পিএম


হাটহাজারীতে গলায় ওড়না পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে গলায় ওড়না পেঁচিয়ে ইমা (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন৷

শনিবার বিকালে পৌরসভার ফটিকা গ্রামের কামাল পাড়া এলাকার রেহেনা ম্যানশনে ঘটনাটি ঘটে। নিহত ইমা উপজেলার ছিপাতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলমের কুম এলাকার কুলম মাতব্বর বাড়ির প্রবাসী দিদারুল আলমের কন্যা। সে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ইমা পরিবারের লোকজনের অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নুর জ্যোতি মৃত বলে ঘোষণা করেন।

তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

এ বিষয়ে মডেল থানার উপপরিদর্শক রাকিব হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আত্মহত্যার সংবাদ পেয়ে দ্রুত সেখানে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। তবে ঘটনাস্থল তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!