Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হেলাল আকবর বাবরের বৃক্ষরোপণ

মামুনুর রশিদ, চট্টগ্রাম

মামুনুর রশিদ, চট্টগ্রাম

জুন ২২, ২০২৪, ০৯:১৬ পিএম


আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হেলাল আকবর বাবরের বৃক্ষরোপণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওমরগণি এম ই এস কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যোগে শনিবার বিকালে নগরের ডিসিহিল, সিআরবি, রেলওয়ে হাসপাতাল কলোনী সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালনা করা হয়।

এ সময় হেলাল আকবর চৌধুরী বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু। বর্তমান সময়ে তীব্র তাপদাহ কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাণি জগতের অস্তিত্ব রক্ষায় বৃক্ষের রোপণের বিকল্প নাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কাল। এটি দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ এবং প্রাচীন সংগঠন। বাংলার আপামর জনতার ভরসার জায়গায় এখন এই প্রাচীন সংগঠনটির প্রতি। আওয়ামী নেতৃত্বাধীন জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মিত হচ্ছে। বাংলাদেশ এখন সারা বিশ্বের মধ্য সুখী, সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে ব্যাপ্তি লাভ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা আশিষ চক্রবর্তী বাচ্চু, আইনুল ইসলাম চৌধুরী আবেদ, নেজাম উদ্দীন, অ্যাডভোকেট এএম কুতুব উদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মো. ইকবাল আহমেদ ইমু, পঙ্কজ রায়, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, মো. হাবিব খান, মো. সাব্বির চৌধুরী, তোফাজ্জেল হোসেন জিকু, শরিফুল ইসলাম, রেজাউল করিম বিলাস প্রমুখ।

ইএইচ

Link copied!