Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

বরিশালে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

জুন ২৩, ২০২৪, ০১:৫৪ পিএম


বরিশালে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

বরিশালে নানা আয়োজনের মধ্যে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে। রোববার (২৩ জুন) সকাল ৬টায় সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯ টায় বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষ থেকে, এবং সকাল ১০ টায় সাবেক সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সোহেল চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর হোসেন সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এছাড়াও দুপুর ১২ টায় সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ নেতৃত্বে তার অনুসারীরা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে নগরীতে একটি বিশাল আনন্দ র‍্যালি বের করে।

বিআরইউ

Link copied!