Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০২:৩১ পিএম


রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে সুন্দরী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার রাইনগর স্লুইচগেইট এলাকার মো. জাহিদ শেখের স্ত্রী।

রোববার সকাল সোয়া ৯টার সময় কালুখালী উপজেলার তোফাদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শার্টল ট্রেন কালুখালী উপজেলার তোফাদিয়া এলাকায় পৌঁছালে ওই গৃহবধূ ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!