Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৩:১৬ পিএম


পটুয়াখালীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বর্ণ্যাঢ্য আয়োজনে পটুয়াখালীতেও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।

এ উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগবিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মন্নান।

পরে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা সহকারে স্থানীয় স্মৃতি সৌধে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে শেরেবাংলা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

এছাড়া সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

ইএইচ

Link copied!