Amar Sangbad
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫,

দোহারে ‘স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মা’র উদ্যোগে বাঁধ পরিষ্কার কার্যক্রম

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৩:৫৭ পিএম


দোহারে ‘স্বেচ্ছাসেবী সংগঠন পদ্মা’র উদ্যোগে বাঁধ পরিষ্কার কার্যক্রম

পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্তি, পরিবার, সামাজিক জীবনে অতীব জরুরি বিষয়। এ বিষয়টি গুরুত্ব দিয়ে ঢাকার দোহারে সামাজিক সংগঠন ‘পদ্মা সহযোগী সংস্থা’ এর উদ্যোগে পদ্মা নদীর বাঁধ পরিষ্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রোববার সকালে দেখা যায়, সংস্থাটি প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবী রোববার সকাল থেকে নিজেদের উদ্যোগে দোহারে অবস্থিত পদ্মা নদীর ৩ কিলোমিটার বাঁধ পরিষ্কার করার কার্যক্রম পরিচালনা করছেন।

এ সময় স্বেচ্ছাসেবীরা জানায়, গত এক সপ্তাহ যাবৎ প্রতিদিন সকাল ৭টা থেকে পালা বদলের মাধ্যমে বিকাল পর্যন্ত তারা বাঁধ পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন।

বাঁধ পরিষ্কার কার্যক্রম সার্বিক সহায়তাসহ এগিয়ে এসেছেন, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ, নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, ইউপি সদস্য নুরু ভূইয়াসহ মো. শহিদ খান, পদ্মা সহযোগী সংস্থার সদস্য মনির হোসেন, নাঈম শিকদার, মিরাজ মোল্লা, বিদ্যুৎ , জনি , আপন প্রমুখ।

ইএইচ

Link copied!