Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫টি বাল্বহেডসহ ২৩ শ্রমিক আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৪:২৭ পিএম


চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫টি বাল্বহেডসহ ২৩ শ্রমিক আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ১৫টি বাল্কহেড ও ২৩ জন শ্রমিককে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

তিনি জানান, শনিবার বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত এসআই মো. ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর মডেল থানাধীন পৌরসভাস্থ মূলহেড এবং রাজরাজেশ্বর ইউপিছ মিনি কক্সবাজার নামক স্থান থেকে ১৫টি বাল্কহেডের কাগজপত্র যাচাই করে সার্ভে সনদ না রাখাসহ রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্য স্থানে উৎকীরন ও সুকানির যোগ্যতা সনদ না থাকায় এবং নিষিদ্ধকালীন সময়ে নদীপথে বেপরোয়া গতিতে ঝূকিপূর্ণভাবে বাল্কহেড চালানোর অপরাধে ১৫টি বাল্কহেড ও ২৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত বাল্কহেডগুলি নৌথানা হেফাজতে রাখা আছে।

ইএইচ

Link copied!