Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মা-বাবার উপস্থিতিতে শপথ নিলেন সাদাত মান্নান অভি

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৪:৪৭ পিএম


মা-বাবার উপস্থিতিতে শপথ নিলেন সাদাত মান্নান অভি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ ধাপে চমক দেখিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি।

রোববার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মা-বাবার উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি।

শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দকী। এ সময় উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে নির্বাচিত শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন জাকির, মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা মহিরসহ সিলেট বিভাগের আরও ৭ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান সাদাত মান্নান অভি অনুভূতি প্রকাশ করে বলেন, আমার মা-বাবার উপস্থিতিতে শপথ গ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এ বিজয় আমার না, শান্তিগঞ্জ উপজেলার সর্বসাধারণের। যে আশা নিয়ে শান্তিগঞ্জের সাধারণ মানুষ আমাকে ভোট ভালোবাসায় ভাসিয়েছেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ।

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, আমার ছেলে আজ শপথ নিয়েছে। বাবা হিসেবে এটা আমার কাছে অনেক আনন্দের। আমি খুবই আপ্লুত। আমার ছেলের শপথ অনুষ্ঠানটি খুব কাছে থেকে বসে দেখেছি। শান্তিগঞ্জ উপজেলাবাসী তাদের যোগ্য একজন নেতা নির্বাচন করেছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ। আমার বিশ্বাস অভি খুব ভালো কাজ করতে পারবে। সে সব কিছু জানে। মানুষের প্রত্যাশা পূরণের সক্ষমতা আছে তার। আমিও তাকে সহযোগিতা করবো।

ইএইচ

Link copied!