Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

দিনাজপুরে ডাকাতের হামলায় দলিল লেখক নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৫:২২ পিএম


দিনাজপুরে ডাকাতের হামলায় দলিল লেখক নিহত

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের চৌহাটি গ্রামে একদল ডাকাত একত্রিত হয়ে 
দলিল লেখক মমিনুর রহমান ও তার পরিবারের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চারিয়েছে।

এতে মমিনুর রহমান ও শওকত আলী নামে দুইজন গুরুতর আহত হয়।

গুরুতর অবস্থায় প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুরের চেকআপ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ এক মাস সাতদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মমিনুর রহমান মারা যান।

এদিকে ১৬ মে রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন শওকত আলী।

মামলা সূত্রে জানা যায়, ওই এলাকার হাবিব ও জাকিরুলের নামে ডাকাতি মামলা রয়েছে। ডাকাতি মামলার সাক্ষী দেওয়ার কারণেই এই হামলার ঘটনা ঘটিয়েছে ডাকাত দলটি।

মমিনুর রহমানের পরিবার জানায়, মামলা দায়ের করা হলেও আসামিরা এখনো পলাতক রয়েছেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মমিনুর রহমানের ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়।

ইএইচ

Link copied!