Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রবাসীর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা, আটক ৪

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৬:৪৪ পিএম


প্রবাসীর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা, আটক ৪

মৌলভীবাজারের জুড়ীর ঘরেরগাও গ্রামের সৌদি প্রবাসী সুমন আহমেদের ছেলে ঈদুল হাসান আরমানকে (২২) ঘুম থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন নিহত তরুণের এক স্বজন।

শনিবার গভীর রাতে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও এলাকায় ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

ছুরিকাঘাতে আহত ব্যক্তি রফিক মিয়া (৪৮) সিএনজিচালিত অটোরিকশার চালক ও নিহত আরমানের খালু। বর্তমানে তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল করেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে জুড়ি থানার ওসি এসএম মইন উদ্দিন। রাতেই গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি তানভীর, তার বাবা ইয়াজ মিয়া (৫৫), ভাই তুহিন আহমদ (১৯) ও চাচা তাজ মিয়াকে (৫৫) আটক করে থানায় নিয়ে যায়।

রোববার সকালে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত আরমানের ডান পাশের ঘাড়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় সাথে জড়িত চারজনকে থানায় আনা হয়েছে। পুলিশ ৪ জনকে কোর্টের মাধ্যমে আদালতে পাঠিয়েছে।

ইএইচ

Link copied!