Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটিতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৭:১১ পিএম


রাঙামাটিতে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে।

রোববার সকালে প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শহরের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি।

শোভাযাত্রাটি শহরের বনরুপা, কাঁঠালতলীসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় ও দলীয় সংগীত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ দিপংকর তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় সভায় স্থানীয় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জরত্বী তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, অংসুই প্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, রফিকুল মাওলা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রবীণ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংগঠনে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয় এবং নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

ইএইচ

Link copied!