Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৩, ২০২৪, ০৭:৫০ পিএম


কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি

কিশোরগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিকালে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান।

এ সময় বক্তব্য দেন- কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম খান মাসুম, কিশোরগঞ্জ কোর্টের পিপি বিজয় শংকর রায়, জেলা আওয়ামী লীগের সদস্য বীরমু ক্তিযোদ্ধা আনোয়ার কামাল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শরীফ সাদী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আকন্দ, পৌর মেয়র পারভেজ মিয়া, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কামাল মিয়াসহ কয়েক হাজার নেতাকর্মী।

ইএইচ

Link copied!