Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাসেলস ভাইপার ভেবে দুটি অজগরের বাচ্চাকে হত্যা

সুনামগঞ্জ  প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

জুন ২৪, ২০২৪, ০৯:৫৮ এএম


রাসেলস ভাইপার ভেবে দুটি অজগরের বাচ্চাকে হত্যা

রাসেলস ভাইপার ভেবে সুনামগঞ্জের দুই উপজেলায় অজগরের দুটি বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে।

রোববার তাহিরপুর এবং বিশ্বম্ভরপুর উপজেলা দুটিতে এ ঘটনা ঘটে।

খোঁজ জানা গেছে, জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি গ্রামে একটি অজগর সাপ ধরে স্থানীয়রা। কিন্তু না চেনায় চীনা প্রজাতির পাইথন অজগর সাপের বাচ্চাকে রাসেল ভাইপার ভেবে পিটিয়ে মেরে ফেলা হয়।

একইদিন একই ঘটনা ঘটে বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আলীপুর গ্রামে। ওই গ্রামের জেলে মো. হুসাইন আহমেদ বাড়ির পাশে মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল পেতে রাখে। সেই জালে সকালে একটি অজগরের বাচ্চা ধরা পড়ে। কিন্তু না চিনে রাসেল ভাইপার ভেবে সেটিকে পিটিয়ে মারা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন জানান, ‘কেউ কোনো সাপ ধরলে জাত নিশ্চিত না হয়ে রাসেলস ভাইপার বলে প্রচার থেকে বিরত থাকুন।’

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান জানান, অজগর সাপকে রাসেলস ভাইপার মনে করে মেরে ফেলেছে এলাকাবাসী। রাসেলস ভাইপার আতঙ্কে এমনটা হয়েছে।’ তিনি বলেন, ‘গুজবে কান দেওয়া যাবে না। তবে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে।’

ইএইচ

Link copied!