Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নান্দাইলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২৪, ২০২৪, ১১:৪৭ এএম


নান্দাইলে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ নেতার ব্যক্তি উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় বাংলাদেশ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভুঁইয়ার ব্যক্তি উদ্যোগে উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের বাশঁহাটি বাজারে র‍্যালি, কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক প্রস্তাবিত যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক ভূইয়া।

এ সময় ইউপি সদস্য রতন ভূইয়া, আজিজুল ইসলাম ও মহসিন আকন্দ পাঠান, উপজেলা ছাত্রলীগ নেতা রাজিব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আওয়ামী জনতা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে কেক কাটা ও জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার সহ দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  

ইএইচ

Link copied!