community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ জুন, ২০২৪,

ওসিকে ধাক্কা দিয়ে চাকরি হারালেন এএসআই

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

জুন ২৪, ২০২৪, ১১:৫৯ এএম


ওসিকে ধাক্কা দিয়ে চাকরি হারালেন এএসআই

চট্টগ্রাম নগরের এক ওসিকে ধাক্কা দিয়ে আলোচনায় আসা পুলিশের এএসআই সন্তু শীলকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভাগীয় মামলার আদেশে গত ৩ এপ্রিল এ সিদ্ধান্ত জানানো হয়।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) আবদুল ওয়ারীশ।

তিনি জানান, গত বছরের ২০ এপ্রিল গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকে এএসআই সন্তু জনসম্মুখে কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবিরককে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন এবং তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অপেশাদারসূলভ আচরণ করেন। মামলায় এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে এএসআই সন্তুকে চাকরি থেকে অপসারণ করা হয়।

জানা গেছে, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে প্রায় চার বছর তার বডিগার্ড ছিলেন সন্তু শীল। গত বছরের ২০ এপ্রিল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় নওফেল নিজ সংসদীয় আসনে ঈদ সামগ্রী বিতরণ করতে গেলে ওসি জাহিদুল কবিরকে ধাক্কা দেয় এএসআই সন্তু।

এ ঘটনায় ওই সময় নিজ থানায় জিডি করেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন।

ইএইচ

Link copied!