Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধনবাড়ীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২৪, ২০২৪, ০২:০৬ পিএম


ধনবাড়ীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযপন করেছে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ দোয়া মোনাজাত, ও জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

পতাকা উত্তোলন শেষে উপজেলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে র‌্যালি করেন। র‌্যালি শেষে ধনবাড়ী উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমাদ, সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম তালুকদার, সাবেক ধনবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি ও সাবেক বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আওয়ামী লীগ নেতা শেখ শাহরিয়ার আলম শিবলু সহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!