Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাদক ব্যবসায় বাধা: আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৪, ২০২৪, ০২:৫৯ পিএম


মাদক ব্যবসায় বাধা: আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাদক ব্যবসায়ীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে মাদক ব্যবসায়ীরা।

রোববার দুপুর ১টার দিকে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আজমিরীগঞ্জ-জনতাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৃগা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জিল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং এলাকাবাসীর সহযোগিতায় মাদকের চালান পাচারকালে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এতে মঞ্জিল মিয়ার উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীরা।

মঞ্জিল মিয়ার বড়ভাই সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দীন জানান, আমার ছোটভাই মাদক ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলায় দুপুরে তাকে হত্যার উদ্দেশ্যে তার দোকানে এসে হামলা করে মাদক ব্যবসায়ী মো. স্বাধীন মিয়া, নিজাম মিয়া, দেলোয়ার হোসেন দিলু, জাহাঙ্গীরসহ ১৫-২০ জন।

তিনি আরও জানান, মঞ্জিল মিয়াকে এখন কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!