Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চৌগাছায় বিনামূল্যে ধানের বীজ পাচ্ছেন ১৭৪০ জন কৃষক

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জুন ২৪, ২০২৪, ০৪:২২ পিএম


চৌগাছায় বিনামূল্যে ধানের বীজ পাচ্ছেন ১৭৪০ জন কৃষক

যশোরের চৌগাছায় বিনামূল্যে উফশী রোপা আমন জাতের বীজধান পাচ্ছেন ১৭৪০ জন কৃষক। সরকার চলতি মৌসুমে উন্নত জাত ও নতুন উদ্ভাবিত ধান চাষে উৎসাহিত করতেই কৃষকদের এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বীজ বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহা।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীম হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, কৃষকদেরকে উন্নত জাত এবং নতুন নতুন উদ্ভাবিত জাতের ধান চাষে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে এসব বীজ ও সার সহায়তা দিচ্ছেন সরকার। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজেই স্বল্প সময়ে ও কম খরচে ধান উৎপাদন করতে পারেন।

ইএইচ

Link copied!