Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নওগাঁয় দুটি রাসেল’স ভাইপার পিটিয়ে মারল স্থানীয়রা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ প্রতিনিধি:

জুন ২৫, ২০২৪, ১০:০০ এএম


নওগাঁয় দুটি রাসেল’স ভাইপার পিটিয়ে মারল স্থানীয়রা

নওগাঁর ধামইরহাট উপজেলার নেউটা ও রাঙ্গামাটি এলাকায় দুটি রাসেল’স ভাইপার ধরা পড়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে স্থানীয়রা ঝোপ-ঝাড়ের মধ্য থেকে সাপ দুটি বেরিয়ে আসতে দেখে। এসময় স্থানীয়রা লাঠি দিয়ে পিটিয়ে মারে সাপগুলো।

ধামইরহাটের স্থানীয় বাসিন্দা রেজাউল হক জানান, ধামইরহাট এলাকায় এর আগেও রাসেল’স ভাইপার উদ্ধার হয়েছে। ভারত সীমান্ত সংলগ্ন ও আত্রাই নদী তীরবর্তী এলাকায় ইতঃপূর্বে  এই সাপ মাঝে মধ্যেই উদ্ধার হয়েছে।

স্থানীয় পাইকবান্দা বনবিট কর্মকর্তা ফরহাদ জাহান জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত এ অঞ্চলে প্রায় ১০ রাসেল’স ভাইপার বা চন্দ্র বোড়া উদ্ধার হয়েছে।

কয়েক বছর আগে ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি এলাকায় রাসেল’স ভাইপারের ছোবলে এক কৃষক আক্রান্ত হয়েছিলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা  নিয়ে তিনি সুস্থ হোন। বেশ কিছুদিন পর আবারো এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সকলকে সচেতন থাকার জন্য পরামর্শ দেয়া হচ্ছে জানান বিট কর্মকর্তা ফরহাদ।

এদিকে সাপের উপদ্রব থেকে রক্ষায় জেলা জুড়ে সতর্ক করণ প্রচারণা চালানোর কথা জানান নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা। জেলার প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কম্প্লেক্সগুলোতে পর্যাপ্ত প্রতিষেধক মজুত রাখা হয়েছে জানান তিনি।

বিআরইউ

Link copied!