Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পরিবারের দাবি হত্যা

নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

জুন ২৫, ২০২৪, ০৪:৫৪ পিএম


নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জের আলালপুর থেকে দুবাই প্রবাসী মো. রাশেদের স্ত্রী নুসরাত জাহান(২৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) ভোরে পুলিশ তাঁর শ্বশুর বাড়ির ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত থাকা মৃতদেহ উদ্ধার করে। নুসরাত স্নাতক দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতো বলে জানা গেছে।

নুসরাতের স্বজনরা বলেন, কিছু দিন যাবত স্বামী রাশেদের সাথে নুসরাতের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাঁর শাশুড়ি রাশেদাও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতো। সোমবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে ফিরে রাতে স্বামীর সাথে তাঁর মোবাইলে কথা হয়। এরপর যে কোনো সময় সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ জানায়।

ঝুলন্ত অবস্থায়ও তাঁর কানে মোবাইল হেডফোন ছিল বলে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই বোরহান উদ্দিন জানান ।

নুসরাতের মা হেলেনা বেগম বলেন, আমার মেয়ে আমার কাছে থেকে ৫০ হাজার টাকা নিয়ে সোমবার বিকালে তাঁর শ্বশুর বাড়ি যায়। মেয়ের জামাই রাশেদ তাঁকে ফোন করে ৫০ হাজার টাকা দিতে বলে মেয়েকে। পরে ফেরত দিবে এই কথা বলে। মেয়ে টাকা নিয়ে তাঁর শাশুড়িকে দেয়। তিনি আরো অভিযোগ করেন, তার মেয়েকে শ্বশুর-শাশুড়ি হত্যা করেছে। এখন তাঁরা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। বিয়েল পর থেকেই মেয়েকে নানা ভাবে মানসিক নির্যাতন করা হতো। মেয়ে হাসিখুশি অবস্থায় আমার কাছে থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার পরেই এ ঘটনা ঘটে।

নুসরাতের শাশুড়ি রাশেদা বেগম বলেন, ছেলের বউ সন্ধ্যায় বাড়ি এসে আমার হাতে ৫ হাজার টাকা দেয় এবং ২৫ হাজার টাকা দেনা বাবদ পরিশোধ করবে বলে জানায়। পরে রাতে ছেলের বউ তার নিজ ঘরে শুয়ে ছিল। আমি আর কিছু জানি না। মৃত নুসরাত জাহান দোহার উপজেলার বাস্তা গ্রামের সামাদ লস্করের মেয়ে। নিহতের স্বামী দুবাই প্রবাসী মো. রাশেদ নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের আলালপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। নিহত নুসরাতের ৪বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহ জালাল বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা নুসরাতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ঢাকা প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিআরইউ

Link copied!