Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভা

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৩:১৮ পিএম


ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। প্র

ধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল।

এ সময় আরও বক্তব্য দেন- বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আল ফরিদ, পাইস্কা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাবুল, সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার আনোয়ার হোসেন কালু, ধনবাড়ী থানার (ওসি) মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক রমজান আলী।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!