কিশোরগঞ্জ প্রতিনিধি
জুন ২৬, ২০২৪, ০৩:৪৪ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
জুন ২৬, ২০২৪, ০৩:৪৪ পিএম
কিশোরগঞ্জের হোসেনপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজা ও ১টি পিকআপসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
বুধবার রাত পৌনে ১টার দিকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী গাঁজা ভৈরব উপজেলা থেকে সংগ্রহ করে পিকআপযোগে বিক্রয়ের উদ্দেশ্যে কটিয়াদি থেকে হোসেনপুর এলাকা দিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার দিকে যাচ্ছে।
এ সংবাদের সত্যতা যাচাই এবং মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার লক্ষ্যে বুধবার রাত প্রায় ১টায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চরপুমদী বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। একপর্যায়ে রাত পৌনে ২টার সময় পিকআপ তল্লাশি চৌকির কাছাকাছি আসলে গাড়িটি থামার সংকেত দিলে থামামাত্রই পিকআপে থাকা ১ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালানোর প্রস্তুতিকালে তাকে হাতেনাতে আটক করা হয় এবং পিকআপটি তল্লাশি করে অভিযুক্তের দেখানো মতে গাড়ির পিছনের বডির উপরে লোহার শিট দিয়ে মডিফাই করে বানানো বক্সের ভিতর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছে থাকা নগদ ২ হাজার ৯০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত মো. আ. রশিদ (৪৬) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রেন লিডার মো. আশরাফুল কবীর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে অভিযুক্ত আটক মো. আ. রশিদ জানায় সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা থেকে গাঁজা সংগ্রহ করে সেগুলো পাইকারী বিক্রয় করার জন্য ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল।
র্যাব আরও জানায়, আটক আসামির বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ