Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে কমিটি নিয়ে দ্বন্দ্বে স্কুলে তালা দিয়ে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৩:৫১ পিএম


জামালপুরে কমিটি নিয়ে দ্বন্দ্বে স্কুলে তালা দিয়ে বিক্ষোভ

জামালপুর সদর উপজেলার মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক নিয়ে দ্বন্দ্বে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। পরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাটি বুধবার বেলা সাড়ে দশটার দিকে ঘটেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়েছে গেল ফেব্রুয়ারি মাসে। পরে স্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান ও সাবেক সভাপতির যোগসাজশে গোপন এডহক কমিটি গঠন করেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদি হাসানের পিতা দুলাল ফকির ও এলাকাবাসীর মো. আমিনুল ইসলাম আজাদ বলেন, সাবেক কমিটি নিয়োগের মাধ্যমে ৪২ লাখ টাকার মতো দুর্নীতি করেছে। এখন কমিটির মেয়াদ শেষ হবার পর গোপনে এডহক কমিটি গঠন করে পূর্বের সেই দুর্নীতির টাকা হালালের পাঁয়তারা করছে।

এ ঘটনায় মেষ্টা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি বিধি মেনেই এডহক কমিটি গঠন করা হয়েছ। এতে আমার কোনো দোষ নেই।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, দুর্নীতির বিষয়ে অভিযোগ পেয়ে বিদ্যালয় পরিদর্শনে এসে দুই পক্ষের সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!