Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৫:২৯ পিএম


ফেনীতে বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারি

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবসে ফেনীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

বুধবার সকালে ফেনী রিপোটার্স ইউনিটির সভাকক্ষে মতবিনিময় সভায় বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে সভাস্থল।

হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক ফেনী’র আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম।

হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনীর কোঅর্ডিনেটর সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন মানবাধিকার কর্মী আবদুস সালাম ফরায়জী।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা।

বক্তব্য দেন- দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্যাহ রিপন, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক এমডি মোশারফ, মানবাধিকার সংগঠক ইউসুফ আহমেদ নিশাদ, শেখ আশিকুন্নবী সজীব।

মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে হারালে তিনি অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতেন। কিন্তু আমার মত অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১০ বছরও মেলেনি বিচার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নিউজ ২৪ জেলা প্রতিনিধি নজির আহমেদ রতন, দেশ টিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মফিজুর রহমান, ফেনীর গৌরবের নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ভোরের ডাকের ফেনী প্রতিনিধি মোল্লা ইলিয়াস, মানবাধিকার সংগঠক আমিনুল ইসলাম শাহীন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফেনী শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুলসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা।

ইএইচ

Link copied!