Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৬:০৬ পিএম


ভালুকায় উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম সভা, বরণ ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

নতুন পরিষদের শপথগ্রহণ করে দুপুরে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভালুকা পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার), নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ভালুকা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি রফিকুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বরণ ও বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

ইএইচ

Link copied!