Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রাম জেলা পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৬:৪৭ পিএম


কুড়িগ্রাম জেলা পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম ওবাইদুর রহমান।

কুড়িগ্রাম জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের ৬০ কোটি ১৪ লাখ ১৯ হাজার ৫৯৭ টাকার প্রস্তাবিত বাজেট সভায় পেশ করা হয়। প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সভার সভাপতি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান মনজুরুল ইসলাম রতন, উলিপুর উপজেলা চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার, চিলমারী উপজেলা চেয়ারম্যান রুকনুজ্জামান শাহীন, রৌমারী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু,নাগেশ্বরী পৌর মেয়র মোহাম্মদ হোসেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম, সদস্য মো. জহির উদ্দিন মো. হারুনর রশীদ, মো. সোহেল সরকার, মো. জামিউল, একরামুল হক বুলবুল, মনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য শিউলি বেগম, আরমিন নাহার, সহকারী প্রকেীশলী মিজানুর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!