Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বৃষ্টিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৭:১৫ পিএম


বৃষ্টিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

জামালপুরের মেলান্দহে বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে আঁখি আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টায় দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের গুজমানিকা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ। নিহত আঁখি আক্তার গুজমানিকা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মৃত আবেদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের তীব্র তাপদাহ শেষে বুধবার বিকাল ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। নিহত আঁখি আক্তার তার নিজ বাড়ির উঠানে বৃষ্টিতে গোসল করার সময় হঠাৎ বজ্রপাতে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ইএইচ

Link copied!