Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে পর্যটকবেশী মাদক কারবারি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২৬, ২০২৪, ০৮:১৯ পিএম


ফেনীতে পর্যটকবেশী মাদক কারবারি গ্রেপ্তার

ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ মো. হানিফ নামে এক ছদ্মবেশী পর্যটককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার লালপুল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হানিফ স্থানীয় সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল জেলার লালপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগের ভেতর বিশেষ কৌশলে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ জানায়, দীর্ঘদিন পর্যটকের ছদ্মবেশে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল সে।

ফেনীস্থ র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এ সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত গাঁজাসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!